দিবসটা স্বামী-স্ত্রীর

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ১৬:৩৯

বিয়ে একটি সামাজিক রীতি। যেটি একজন নারী এবং একজনের পুরুষের চারহাত এক হওয়ার আনুষ্ঠানিকতা। প্রতিবছর ঘুরে ফিরে আসে সেই দিনটি। যেটি প্রত্যেক দম্পতি পালন করেন নিজেদের বিবাহবার্ষিকী হিসেবে। বছরের অন্যান্য দিনগুলোতে বিয়ে নিয়ে কারও আর তেমন উচ্ছ্বাস দেখা যায় না। হয়তো বড়জোর ভালোবাসা দিবসে দুজন দুজনকে ফুল কিংবা উপহার দিয়ে উদযাপন করেন দিনটিকে।


তবে জানেন কি দম্পতিদের জন্য বছরের একটি দিন নির্ধারিত রয়েছে। এই দিনটিতে তারা সব কর্মব্যস্ততাকে দূরে রেখে নিজেদের মতো করে সময় কাটাতে পারবেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে দিনটি থাকে ছুটির দিন। অনেক দম্পতি রয়েছেন যারা নানান কাজে দিন পার করেন। চাকরি, বাচ্চা, ঘর সামলে নিজেদের মধ্যে দুদণ্ড কথা বলারও ফুসরত পান না। এভাবে ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয় একঘেয়েমি এবং দূরত্ব। যা অনেক সময় বিবাহ বিচ্ছেদে রূপ নেয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও