ওমিক্রনে আক্রান্তদের দুই-তৃতীয়াংশই পুনঃসংক্রমিত
চ্যানেল আই
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ১৪:২৪
সম্প্রতি ওমিক্রম ভ্যারিয়েন্টে আক্রান্ত ব্যক্তিদের দুই-তৃতীয়াংশই বলছে তারা আগেও কোভিড আক্রান্ত ছিলেন।
ইংল্যান্ডের করোনাভাইরাস বিষয়ক বৃহৎ গবেষণা প্রতিষ্ঠান রিয়েক্ট এর গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এই গবেষণা স্বাস্থ্যকর্মী, শিশুসহ পরিবার বা একই ছাদের নিচে বসবাসকারী পরিবারের সদস্যদের নিয়ে করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই তথ্য পুরোপুরি সঠিক কি না, তা জানতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
২০ লাখের বেশি মানুষকে এই গবেষণার জন্য কোভিড পরীক্ষা করা হয়। মহামারী শুরুর পর ওমিক্রনে সর্বোচ্চ সংক্রমণ দেখা যায় যুক্তরাজ্যে। যেটাকে সে দেশের জন্য করোনার শীতকালীন ঢেউ বলে চিহ্নিত করেছে দেশটি।
সর্বশেষ ফলাফল অনুসারে, চলতি বছরের প্রথম দুই সপ্তাহে রাউন্ড-১৭ ছিলো যেখানে প্রায় ১ লাখ স্বেচ্ছাসেবীদের উপর পিসিআর টেস্ট করা হয়। যেখানে ৪ হাজার ব্যক্তিরই ওমিক্রন শনাক্ত হয়।