চাকরি জাতীয়করণ চান সরকারি কলেজের ইমাম-মুয়াজ্জিনরা
চাকরি জাতীয়করণসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কলেজ ইমাম-মুয়াজ্জিন ঐক্যপরিষদ। বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘এসডিজি বাস্তাবায়নে ধর্মীয় নেতাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব দাবি জানান তারা।
ইমাম-মুয়াজ্জিন ঐক্যপরিষদের দাবিগুলো হলো- বাংলাদেশের সাড়ে তিনশ সরকারি কলেজ জামে মসজিদের সাড়ে পাঁচশ ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের চাকুরি জাতীয়করণ করতে হবে। মসজিদের ইমামদের ১ম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তা, মুয়াজ্জিনদের ৩য় শ্রেণি ও খাদেমদের ৪র্থ শ্রেণির পদমর্যাদা দিতে হবে। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালাকে সংশোধন ও পরিমার্জন করে ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণার্থে একটি সুন্দর যুগোপযোগী নীতিমালা তথা সার্ভিস রুল্স প্রণয়ন করা। সরকারি কলেজগুলোতে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক আবাসন ব্যবস্থা নিশ্চিত করা। যে কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণকারী ইমাম-মুয়াজ্জিনদের পরিবারের জন্য নগদ দশ লাখ টাকা আর্থিক অনুদানের ব্যবস্থা করাসহ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের জন্য দেশি-বিদেশি অনুদান সংগ্রহের মাধ্যমে পাঁচশ কোটি টাকায় উন্নতি করতে হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- চাকরি জাতীয় করণ