বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নানসহ স্ত্রী-ছেলের ৩৮ অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ

ডেইলি স্টার প্রকাশিত: ২৪ মে ২০২৫, ১৫:৫১

দুর্নীতির অভিযোগে বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম এবং ছেলে শেখ লাবিব হান্নানের আরও ৩৮টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।


এসব অ্যাকাউন্টে অভিযুক্তরা এক কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৩২২ টাকা জমা করেছেন বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


আজ শনিবার দুদকের উপ-পরিচালক তানজির হাসিব সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।


দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর দুদকের পক্ষে আবেদনটি করেন।


আবেদনে বলা হয়েছে, হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষগ্রহণ, রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার, নিয়োগ কেলেঙ্কারি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের জন্য একটি টিম গঠন করা হয়েছে। এই দম্পতি এবং তাদের ছেলে যেকোনো সময় তাদের অ্যাকাউন্টের অর্থ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করতে পারেন। তারা সম্পত্তি হস্তান্তর করলে, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। এ পরিপ্রেক্ষিতে একটি আদেশের প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও