রানীর পর গিনেস বুকে চারু
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ১৪:২৬
রানীর পর গিনেস বুকে জায়গা করে নিয়েছে খর্বাকৃতির আরেক গরু চারু। রানীর মতো চারুও সাভারের শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বেড়ে উঠছে।
বুধবার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সুফিয়ান।
তিনি জানান, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ গিনেস বুকে ই-মেইলে আবেদন করে। এর প্রেক্ষিতে মঙ্গলবার (২৫ জানুয়ারি) গিনেস কর্তৃপক্ষ চারুকে বিশ্বের সবচেয়ে ছোট জীবিত গরুর স্বীকৃতি দিয়ে ই-মেইল পাঠায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গরু
- সবচেয়ে ছোট