কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দর্শক নিষিদ্ধ হলেও কালোবাজারিতে বিক্রি হচ্ছে বিপিএলের টিকিট

ঢাকা টাইমস প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ১৬:৫২

চলতি মাসের ২১ জানুয়ারি থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের খেলা। করোনাভাইরাসের কারণে এবারের আসরের খেলায় মাঠে দর্শক প্রবেশ নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা যাচ্ছে অনেক দর্শকের সমাগম। দিনের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে মাঠে নামে সিলেট সানরাইজার্স।


আর এই ম্যাচের মাধ্যমে দীর্ঘ ১৩ মাস পর ক্রিকেট মাঠে নামলেন বাংলাদেশ দলের অভিজ্ঞ পেসার মাশরাফি বিন মর্তুজা। তার প্রত্যাবর্তনের ম্যাচেই কালোবাজারিতে বিক্রি হচ্ছে বিপিএলের টিকিট। বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রতিদিন খেলা হচ্ছে দুইটি করে ম্যাচ। প্রতিদিন অংশগ্রণ করছে চারটি করে দল। সরকারের অনুমতি সাপেক্ষে প্রতিদিন প্রতিটি দলের অতিথীদের জন্য ২৫টি করে টিকিট বিক্রি করা হচ্ছে। প্রতিদিন নির্দিষ্ট গ্যালারিতে ১০০ জন সমর্থকের খেলা দেখার সুযোগ রয়েছে। আজ মঙ্গলবার মিনিস্টার গ্রুপ ঢাকা বনাম সিলেট সানরাইজার্স মধ্যকার ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ৩ নম্বর গেট দিয়ে অনেক দর্শক প্রবেশ করতে দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও