‘স্কুল চালাতে আবার অনুমোদন কীসের?’

জাগো নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ০৮:১৪

‘এলাকায় বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেই, তা দেখে সন্তানদের নিয়ে অভিভাবকরা আসেন। ফি নিয়ে ভর্তি করানো হয়। এরপর ক্লাস-পরীক্ষা চলে। স্কুল চালাতে আবার অনুমোদন কীসের? কই, আশপাশে কেউই তো অনুমোদন নেয়নি। তারাও স্কুল চালাচ্ছেন, আমিও চালাচ্ছি।’


উষ্মা প্রকাশ করে এ কথা বলছিলেন ঢাকা স্কয়ার ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ফকরুল হোসেন সবুজ। তিনি নিজেকে স্কুলটির অধ্যক্ষ পরিচয় দেন। নিজের ভিজিটিং কার্ডেও তিনি এ পদবি ব্যবহার করেন। নিজেকে কিন্ডারগার্টেন স্কুল সংশ্লিষ্ট একাধিক সংগঠনের নীতিনির্ধারক বলেও দাবি করেন ফকরুল। রাজধানীর ৩৬/৫ উত্তর আদাবরে ২০০৯ সালে তিনি স্কুলটি প্রতিষ্ঠা করেছেন। ফকরুলের দাবি—‘এলাকায় তার স্কুলের অনেক সুনাম। সবাই এক নামে চেনে।’


তবে খোঁজ-খবর নিয়ে মেলে ভিন্ন চিত্র। তিনতলা একটি আবাসিক ভবনের নিচতলায় চলছে স্কুলটির কার্যক্রম। প্লে-গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করানো হয়। আশপাশে বসবাস করা কয়েকজন নারীকে দিয়ে দায়সারা ক্লাস-পরীক্ষা নেওয়া হয়। শিক্ষকদের অধিকাংশই এসএসসি পাস। তারাই স্কুলের নবম-দশম শ্রেণির ক্লাস নেন।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও