বাসে যত খুশি তত যাত্রী, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

ঢাকা টাইমস প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২, ২০:০৩

দেশে করোনা পরিস্থিতি আবার উদ্বেগজনক আকার ধারণ করায় সম্প্রতি বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে সরকার। এর মধ্যে গণপরিবহনে যত সিট তত যাত্রী নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সরকারি এই বিধিনিষেধ উপেক্ষা করে যত খুশি তত যাত্রী নিয়ে সড়কে চলছে বাস।


রাজধানীর প্রায় সব রুটের বাসে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। নির্ধারিত সিটের চেয়ে অন্তত ১৫-২৫ জন অতিরিক্ত যাত্রী দাঁড়িয়ে নেওয়া হচ্ছে। বাসের চালক, সহকারীসহ যাত্রীদের অনেকেই মুখে মাস্ক পরছেন না। বিভিন্ন রুটের প্রায় ৩০-৩৫টি বাস ঘুরে দেখা গেছে একই চিত্র। কোনোটিতেই হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার চোখে পড়েনি। এছাড়া করোনার টিকাও নেননি বেশির ভাগ চালক-সহকারী।

 


সোমবার (২৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, খিলগাঁও, বাসাবো, মালিবাগ, রামপুরাসহ বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।


সরেজমিনে দেখা যায়, গণপরিবহনে সকালে ও রাতে যাত্রীদের ভিড় বেশি থাকে। এ সময় অতিরিক্ত যাত্রী উঠানো হয়। নির্দিষ্ট আসন ছাড়াও দাঁড়িয়ে ও বাদুরঝোলা হয়েও অনেকে যাতায়াত করেন। অতিরিক্ত যাত্রী উঠানো নিয়ে চালকের সহকারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অনেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও