পুঁজিবাজারের উন্নয়নে বিনিয়োগ শিক্ষার বিকল্প নেই
বিআইসিএমের কার্যক্রম সম্পর্কে যদি আমাদের কিছু ধারণা দিতেন।
আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের দীর্ঘমেয়াদি নিয়ামকসমূহের অন্যতম হলো সফল এবং সুদৃঢ় একটি পুঁজিবাজার। পুঁজিবাজারের মূল ভিত্তি বিনিয়োগকারীদের জ্ঞানগত দক্ষতা ও বিনিয়োগ সক্ষমতা। বিআইসিএম সেই দক্ষতা ও সক্ষমতা বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে।
এই প্রতিষ্ঠানে কী ধরনের প্রশিক্ষণ ও উচ্চতর শিক্ষা দেওয়া হয়?
আমাদের প্রশিক্ষণ ও উচ্চতর শিক্ষা কার্যক্রমের মধ্যে বিনা মূল্যে পরিচালিত ইনভেস্টর এডুকেশন প্রোগ্রাম, বিভিন্ন সার্টিফিকেট প্রোগ্রাম, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট প্রোগ্রাম, মাস্টার্স অব অ্যাপলায়েড ফিন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ পরিচালনার মাধ্যমে বিআইসিএম বিনিয়োগকারীদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর কাজে সচেষ্ট রয়েছে, যা পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সার্বিক পারদর্শিতা অর্জনে ভূমিকা রাখছে। এর বাইরে বিভিন্ন কর্মশালা, অভ্যন্তরীণ প্রশিক্ষণ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রকাশনার মাধ্যমে ইনস্টিটিউটের কর্মপরিধি আরও বাড়ছে এবং সমৃদ্ধ হচ্ছে।