মেয়েদের বিক্রি করেছি, বেচতে হয়েছে নিজের কিডনিও : ঋণ-ক্ষুধায় কাতর আফগান মা
এনটিভি
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২, ১৫:১৫
সম্প্রতিকালে সবচেয়ে সঙ্কটময় পরিস্থিতির মধ্যে রয়েছে আফগানিস্তান। অর্থনৈতিক ক্ষেত্রে ভগ্নদশার সঙ্গে রয়েছে মানবিক সঙ্কট।
২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানের উপর জারি করা অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভঙ্গুর হয়েছে সে দেশের অর্থনীতির সঙ্গে করোনা ও ক্ষরার দাপটে কর্মহীন দেশের বহু মানুষ। সেই সাথে মুদ্রাস্ফীতির চাপে পড়েছে রহমতির মতন আরো পরিবার। নিজেদের কিডনি বিক্রি করাই তাদের কাছে অর্থ উপার্জনের অন্যতম পথ হয়ে দাঁড়িয়েছে।
প্রায় চার বছর আগে আফগানিস্তানের বদগিস প্রদেশের ভিটেমাটি ছেড়ে,বস্তিতে এসেছিলেন দেলরম রহমতি, আট সন্তানের মুখে খাবার জোটাতে দিশেহারা অবস্থা রহমতিদের। ক্ষিদের জ্বালায় মাস কয়েক আগে বাধ্য হয়ে বিক্রি করে দিয়েছেন নিজের মেয়েদের। রহমতি বলেন, 'অচেনা লোকদেরে হাতে বিক্রি করে দিয়েছি নিজের মেয়েদের। তাদের একজনের বয়স আট আর অন্যজনের বয়স ছয়।'