খেজুর গুড়ের তৈরি স্নিকার্স বার

বার্তা২৪ প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২, ২১:২০

শিশুদের পছন্দের স্নিকার্স চকলেট বার যদি ঘরেই তৈরি করা যায়, তবে বাইরে থেকে চকলেট কেনার আর কোন প্রয়োজনই হবে না। আর সে চকলেট বার যদি খেজুর ও আখরোটের মত স্বাস্থ্যকর উপাদানে তৈরি হয়, তবে ছোটদের পাশাপাশি বড়রাও আনন্দ নিয়ে খেতে পারবে মজাদার স্নিকার্স বার। বাড়িতে খেজুর দিয়ে স্নিকার্স বার তৈরির প্রক্রিয়াটি জেনে নিন।


স্নিকার্স বার তৈরিতে যা লাগবে


১. এক কাপ খেজুর (১৮-২০টি খেজুর)।


২. এক কাপ আখরোট (আখরোট না থাকলে কাজু বা কাঠবাদাম)।


৩. ১/৪ কাপ ক্যারামেল সস।


৪. ১/৪ কাপ সল্টেড পিনাট (চিনা বাদাম)।


৫. এক কাপ ডার্ক চকলেট (অথবা চকলেট চিপস)।


স্নিকার্স বার যেভাবে তৈরি করতে হবে


১. খেজুর ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এতে আখরোট দিয়ে পুনরায় ব্লেন্ড করলে বাদাম ও খেজুরের কাই (ডো) তৈরি হবে।


২. পার্চমেন্ট পেপারের উপরে এই ডো থেকে অল্প পরিমাণে নিয় ছোট ও লম্বাটে আকৃতিতে বারের মত তৈরি করতে হবে। বারগুলো ফ্রিজে আধা ঘণ্টার জন্য রেখে ঠান্ডা করে নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও