সুভাষ বসু দিল্লিতে

বাংলা ট্রিবিউন স্বদেশ রায় প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২, ১৫:৫৩

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তিকে এসে সুভাষ বসু পূর্ব এশিয়া থেকে স্লোগান তুলেছিলেন, “দিল্লি চলো”। সেদিন তিনি দিল্লি পৌঁছাতে পারেননি। তবে যে সেনাবাহিনীকে তিনি দিল্লিতে বিজয় নিশান ওড়ানোর জন্যে আহ্বান করেছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন, তাদের অনেকে বন্দি অবস্থায় দিল্লি পৌঁছেছিলেন।


তাদের দিল্লি পৌঁছানোকে কেন্দ্র করে ওই সময়ের ভারতের অসুস্থ রাজনীতিতে ও স্বাধীনতা সংগ্রামে বেশ জোর একটা ধাক্কা লেগেছিল। তবে তাতে পরিবর্তন খুব কিছু হয়নি। কারণ, তারপরে ভারতবাসী ভারতবর্ষ জুড়ে খুব জোঁশে সাম্প্রদায়িক দাঙ্গা করেছিল। ভূখণ্ডকে টেবিলে বসে কেঁটে ভাগ করে ধর্মের নামে দুটো রাজত্ব তৈরি হয়েছিল। আধুনিক স্বাধীন দেশ যাকে বলে তা হয়নি। কারণ, কোনও আধুনিক স্বাধীন দেশে কোনও মানুষ সংখ্যালঘু হয় না। যখন কোনও দেশে মানুষ সংখ্যালঘু হয়, তখন ওই দেশ কোনও আধুনিক স্বাধীন দেশ নয়। ওটা একটি গোষ্ঠী শাসিত ভূখণ্ড মাত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও