![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/01/23/151015baby_1.jpg)
বাচ্চার ওবেসিটি থেকে হতে পারে হার্ট অ্যাটাক, দাবি গবেষণার
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২, ১৫:০১
সোশ্যাল মিডিয়ার যুগে এখন বদলে গেছে ছোটবেলা। খেলাধুলা করার পরিবর্তে মোবাইল ফোন, ট্যাব বা ল্যাপটপের স্ক্রিনে আটকে থাকে তাদের চোখ। সেই সাথে চলছে অস্বাস্থ্যকর খাবার খাওয়া- দাওয়া। অভিভাবকরাও বাচ্চাকে মানা করতে পারছেন না। এতে করে বাচ্চার শরীরে জমছে বাড়তি ফ্যাট। শারীরিক পরিশ্রম না করায় ওই ফ্যাট জমে দেখা দিচ্ছে ওবেসিটির মতো জটিল সমস্যা।
এবার ইউরোপিয়ান হার্ট জার্নাল-কার্ডিও ভাস্কুলার ইমেজিং- বলছে, ওবেসিটির কারণে বাচ্চাদের হার্টের অ্যানাটমিতে বড়সড় সমস্যা দেখা দিচ্ছে। এরপর গবেষকরা বাম নিলয়ের দিকে লক্ষ রাখেন। সেখানে দেখা যায়, বাম নিলয় সামান্য বেঁকে গিয়েছে। এই সমস্যা দেখা যায় এরোটিক স্টেনোসিস রোগীদের ক্ষেত্রে। তাই বাচ্চাদেরও পরবর্তী সময়ে এই সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা কয়েকগুণ বেড়ে গিয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।