Covid Mask: মাস্ক পরলে কি শরীরে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে? কী বললেন চিকিৎসক
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২, ১৩:৪০
কোভিড উদ্বেগ যত বাড়ছে বিশেষজ্ঞরা ততই বলছেন কোভিডবিধি মেনে চলার কথা। এই কোভিড বিধির অন্যতম প্রধান ধাপটি হল, যত বেশি ক্ষণ সম্ভব মাস্ক পরে থাকা। কিন্তু অনেকেই মনে করেন মাস্ক পরে থাকলে বুঝি কমে যায় দেহের অক্সিজেনের মাত্রা।
মাস্ক দীর্ঘ ক্ষণ পরে থাকলে অনেকেরই কিছুটা হাঁসফাঁস লাগে। মনে হয় যেন দম আটকে আসছে। আর তাই জন্যেই হয়তো অনেকে ভাবেন মাস্ক পরলে বোধহয় বেড়ে যায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। আর সেই তুলনায় নেমে যায় অক্সিজেনের মাত্রা। কিন্তু আদৌ কি এই ধারণা ঠিক?
- ট্যাগ:
- লাইফ
- কার্বন ডাই অক্সাইড
- ফেসমাস্ক