বাচ্চা এখনো কথা বলে না!
প্রথম আলো
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২, ১২:৩৮
১.
রানী (ছদ্মনাম)। বয়স এক বছর। কোনো বুদ্ধিবৃত্তিক ধ্বনি উচ্চারণ করতে পারে না। জন্মের সময় কাঁদতে দেরি করেছে। হাত ও পা শক্ত করে রাখে। এখনো নিজে নিজে বসতে পারে না।
২.
মাহী (ছদ্মনাম)। বয়স দুই বছর। শুধু ‘মা’ শব্দটি বলতে পারে। দেরিতে কথা বলা নিয়ে মা-বাবা উদ্বিগ্ন। সমবয়সী অন্য বাচ্চারা অনেক কথা বলতে পারে। মাহীর অন্য কোনো সমস্যা নেই। তবে তার বড় বোনেরও দেরিতে কথা বলার ইতিহাস ছিল।