বাছাই ঠিক হলে মাস্ক মানুষকে আরো বেশি সুন্দর দেখায়: গবেষণা
আমাকে বাজে দেখাচ্ছে মাস্কে’- এমন ভাবনা অনেকের মধ্যেই কাজ করে এই কভিডকালে। আসলেই কি তাই? মাস্ক কি মানুষকে অসুন্দর করে দেখাচ্ছে? উল্টোটা কি হতে পারে না? এমন মাস্কও তো থাকতে পারে যা মানুষকে আরো বেশি সুন্দর করে তোলে? মানুষ যখন এমনটি ভাবছে, এনিয়ে নানা গবেষণা থেমে নেই। কোন ধরনের মাস্ক ভালো, কোন মাস্ক ভাইরাস প্রতিরোধে বেশি কার্যকর! অনেকে আবার রীতিমতো ফ্যাশনের পর্যায়ে নিয়ে গেছে মাস্ককে।
তাই সার্জিক্যাল অথবা এন-৯৫ মাস্ককে সরিয়ে রেখে রঙিন মাস্কের প্রতি আসক্তি তাঁদের। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে, নীল রঙের সার্জিক্যাল মাস্কই আপনাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারে। ওয়েলসের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের তরফে একটি গবেষণা চালানো হয়। সেখানে দেখা গিয়েছে, একটি সাধারণ সার্জিক্যাল মাস্ক পরা মুখ, মাস্ক বিহীন মুখের তুলনায় অনেক বেশি আকর্ষণীয়। মাস্কের উপরে শুধু চোখ আর কপাল দেখা যায়।