চামড়া ফাটা দাগ দূর করার ঘরোয়া উপায়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ১৯:৪৩
ঘরেই প্রাকৃতিক উপাদানের সাহায্যে দূর করা যায় এই দাগ।শিবানি’জ অ্যারোমার কর্ণধার শিবানী দে জানান ঘরে বসে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ‘স্ট্রেচ মার্ক’ দূর করার উপায় সম্পর্কে।উপকরণ: মৌচাকের মোম ২০ গ্রাম। নারিকেল তেল এক চা-চামচ। ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল এক চা-চামচ। জলপাইয়ের তেল এক চা-চামচ। ভিটামিন ই ক্যাপ্সুল ২টি। অ্যালো ভেরার জেল।
ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি।তৈরির পদ্ধতি: সব উপাদান মিশিয়ে চুলায় গরম করতে হবে। আঁচ কমিয়ে আধ ঘণ্টা চুলার ওপর রেখে দিলে তা একটা তেলে পরিণত হবে। এরপর তেলটাকে নামিয়ে ভালো মতো চামচ দিয়ে নাড়তে হবে। নাড়ার ফলে মিশ্রণটা একটা ঘন ক্রিমে পরিণত হবে।ব্যবহারএই ক্রিম ‘স্ট্রেচ মার্কস’ আছে এমন জায়গায় দিনে দুবার ভালো মতো মালিশ করে ব্যবহার করতে হবে। মালিশ করার ফলে উপকরণগুলো ভালো মতো ত্বকের গভীরে প্রবেশ করবে এবং দাগ দূর করবে।