কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতিটি মুখ সৌন্দর্যে স্বতন্ত্র

প্রথম আলো প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ১৯:৫১

ফারনাজ আলম। বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রিতে উজ্জ্বল এক নাম। একাধারে তিনি মেকআপ শিল্পী, উদ্যোক্তা ও ব্যবসায়ী। মাত্র ১৮ বছর বয়সে ল’রিয়েল প্যারিসের ‘দ্য ব্রাশ কনটেস্ট’ জয়ের মধ্য দিয়ে বিউটির জগতে পা রাখেন। তারপর কেবল সামনে এগোনোর পালা।


মালয়েশিয়ার টেইলর’স বিশ্ববিদ্যালয় ও পরে ক্রেডিট পরিবর্তন করে যুক্তরাজ্যের নর্দাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইন্টেরিয়র আর্কিটেকচার বিষয়ে স্নাতক করেন। এরপর কানাডা থেকে ত্বকের যত্ন ও সৌন্দর্য বিষয়েও পড়াশোনা করেন। এখন তিনি দুবাই আর বাংলাদেশে কাজ করছেন বিউটি নিয়ে। তাঁর মেকআপ লাইন কণা বাই ফারনাজ আলম ইতিমধ্যে ম্যাক, ল’রিয়েল, ববি ব্রাউন, আরবান ডিসেন্সির মতো নামকরা বিউটি ব্র্যান্ডের সঙ্গে নিউইয়র্ক ফ্যাশন উইক স্প্রিং সামার কালেকশন ২০২০-এ অংশ নেয়। সম্প্রতি ফারনাজ আলম বিউটি নিয়ে তাঁর উদ্যোগ আর যাত্রার কথা বলেছেন ভারতের জনপ্রিয় এলে ম্যাগাজিনে। এখানে প্রকাশিত হলো তারই নির্বাচিত অংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও