দুবার পরীক্ষা স্থগিত, গচ্চা সোয়া ২ কোটি টাকা!

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ১১:২৭

জনবল নিয়োগে পরপর দুবার পরীক্ষার আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর। এজন্য কেন্দ্র-পরীক্ষক নির্ধারণ ও প্রশ্নপত্রও ছাপানো হয়। দুবারই ‘অনিবার্য কারণে’ পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। স্থগিতের খবর শুধু বিজ্ঞপ্তিতে জানানোয় কয়েক হাজার প্রার্থী হাজির হন পরীক্ষা কেন্দ্রে। ভোগান্তিতে পড়েন সাড়ে ছয় লাখের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা না হলেও এ বাবদ প্রায় দুই কোটি ২১ লাখ টাকা খরচ করেছেন সংশ্লিষ্টরা।


এ ঘটনা ঘটেছে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে নিয়োগের ক্ষেত্রে। ২০১৯ সালে একবার এ পদে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সবশেষ গত ২৪ ডিসেম্বর পরীক্ষার ঠিক আগের দিন ফের স্থগিত করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও