গুম হওয়া ব্যক্তির স্বজনদের কাছ থেকে লিখিত নেওয়ার কারণ কী
গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা অভিযোগ করেছেন, পুলিশ তাঁদের সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করছে। তাঁদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। উধাও হয়ে যাওয়া ব্যক্তিরা আসলেই গুম হয়েছেন কি না, তা জানতে চাইছেন। পুলিশ নিজেদের মতো করে লিখে তাঁদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে রেখে দিচ্ছে। এমনকি তাঁরা গুম হননি, আত্মগোপনে চলে গিয়েছেন—এমন কিছু লিখতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে যথারীতি পুলিশ এসব অভিযোগ অস্বীকার করেছে।
এর প্রতিক্রিয়ার গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরাও আলোচনা সভা করে প্রকাশ্যে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। স্বজনেরা অভিযোগ করেছেন, গুম হওয়ার পরই থানা-পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়েরের চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশ তাঁদের অভিযোগ গ্রহণ করেনি ওই সময়। নানা টালবাহানা করেছে। বরং এখন এসে নানাবিধ প্রশ্ন করে ও হয়রানি করে মানসিক চাপ সৃষ্টি করছে।
- ট্যাগ:
- মতামত
- হয়রানি
- গুম সদস্য
- গুম বিচার
- গুম প্রসঙ্গ