কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাসিক নির্বাচনে একটি বার্তা আছে

যুগান্তর নারায়ণগঞ্জ সদর ড. বদিউল আলম মজুমদার প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ০৯:১৭

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নারায়ণগঞ্জের সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের যে ঐতিহ্য সেটা রক্ষা পেয়েছে। এজন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। একইসঙ্গে আমি ডা. সেলিনা হায়াৎ আইভীকেও অভিনন্দন জ্ঞাপন করতে চাচ্ছি। একটা নির্বাচনে কতগুলো স্বার্থসংশ্লিষ্ট পক্ষ থাকে। এই স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলো হলো নির্বাচন কমিশন ও সরকার। সরকার মানে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন হলো সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। একে স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে, যাতে তারা এ দায়িত্বটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে। আর প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে সাংবিধানিকভাবে কমিশনকে সহায়তা করতে বাধ্য। যদি তারা সহায়তা না করে, তাহলে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে না। বস্তুত সরকার যদি নির্বাচনকে প্রভাবিত করতে পারে, তাহলে নির্বাচন কমিশনের তেমন কিছুই করার থাকে না-যদিও তারা বিতর্কিত নির্বাচন বন্ধ করতে পারে, নির্বাচনি ফলাফল বাতিল করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও