কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পর্যটন শিল্পে বিশেষ সহায়তা যে কারণে জরুরি

সমকাল মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ০৯:৩৯

দীর্ঘদিন ধরে করোনা সংক্রমণের কারণে সমগ্র বিশ্ব বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশ-বিদেশে ফের করোনার সংক্রমণ বাড়ছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ছে। দৈনিক শনাক্তের হার ১৪ শতাংশের কাছাকাছি। দেশে এখন ১৫ থেকে ২০ শতাংশ করোনা রোগীই ওমিক্রনে আক্রান্ত। এক সপ্তাহে দেশে করোনার সংক্রমণ বেড়েছে প্রায় দ্বিগুণ। করোনাভাইরাসের প্রভাবে বিশ্বে ব্যবসা-বাণিজ্যে ব্যাপক বিরূপ প্রভাব পড়েছে। ইতোমধ্যে পর্যটন শিল্পেও এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে।


বিশ্ব সংবাদমাধ্যম বলছে, আচমকা ফের ছড়িয়ে পড়া এই ভাইরাস ব্যবসা ও পর্যটনের জন্য বড় ধাক্কা। বাংলাদেশের পর্যটন খাতেও করোনাভাইরাসের প্রভাব পড়তে শুরু করেছে। পর্যটক ভাটার কারণে ইতোমধ্যে ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশও। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ঘুরতে আসেন প্রকৃতিপ্রেমীরা। কিন্তু এ বছর প্রথম থেকেই বিভিন্ন দেশের পর্যটকরা তাদের বুকিং বাতিল করছেন। দেশের পর্যটন খাতের একটি বড় অংশ চীনা নাগরিকরা। এবার তারাও আসতে পারছেন না। তা ছাড়া দেশীয় পর্যটকের সংখ্যাও করোনাভাইরাসের প্রভাবে দিন দিন হ্রাস পাচ্ছে, যা পর্যটনসংশ্নিষ্ট সবাইকে ভাবিয়ে তুলছে। সন্দেহ নেই, এর নেতিবাচক কমবেশি প্রভাব পড়বে অর্থনীতিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও