কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টোঙ্গায় অগ্ন্যুৎপাত: জাপানে আছড়ে পড়ল বিশাল ঢেউ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২, ২০:২০

সুনামির ঝুঁকির কারণে রোববার জাপানের ৮ টি প্রশাসনিক অঞ্চল থেকে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কতার মধ্যে ২০১১ সালে সুনামিতে ক্ষতিগ্রস্ত এলাকাও রয়েছে।জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এনএইচকে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে এক মিটারের বেশি উঁচু ঢেউ আঘাত হানার খবর জানায়।শনিবার হুঙ্গা-টোঙ্গা-হুঙ্গা হা’আপেই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর দক্ষিণ প্রশান্ত মহাসাগরজুড়ে প্রবল শকওয়েভ ছড়িয়ে পড়ে।


অগ্ন্যুৎপাতের পর পলিনেশীয় দ্বীপপুঞ্জ টোঙ্গায় সুনামি আঘাত হানে। জাপানের ৮ অঞ্চলে সুনামি সতর্কতা জারি হয়। জাপানের অভ্যন্তরীন স্কেলে যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ ভয়াবহতার সতর্কতা। তবে উত্তর জাপানের ইওয়াতে এলাকায় রোববার ভোরে তা প্রত্যাহার করা হয়।জাপানের দক্ষিণাঞ্চলের শিকোকু দ্বীপের কোচিতে ১০টি নৌকা ডুবে গেছে। এছাড়া, এ দিন দেশজুড়ে ২৭টি ফ্লাইট বাতিল হয়। উঁচু স্থানে আশ্রয় নেওয়া অনেক মানুষ প্রচণ্ড ঠান্ডায় রাত কাটিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও