You have reached your daily news limit

Please log in to continue


এবার কলকাতায় ‘বাংলাদেশি’ বলে ছাত্রদের মারধর

কলকাতার অন্যতম ব্যস্ততম অঞ্চল শিয়ালদা। মধ্য কলকাতার এই অঞ্চলে কলকাতার ব্যস্ততম রেল স্টেশন অবস্থিত। স্টেশনের কাছেই দীর্ঘদিনের পুরনো হোস্টেল কারমাইকেল। মূলত, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য তৈরি ওই হস্টেলে থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন বহু ছাত্র।

বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ওই হস্টেলেরই কয়েক জন মুসলিম ছাত্র কাছেই একটি দোকানে মোবাইলের কভার কিনতে গেছিলেন। মুচিপাড়া থানায় তারা যে এফআইআর দায়ের করেছেন, তাতে বলা হয়েছে, বেশ কয়েকটি কভার দেখার পর তারা জানান তাদের সেগুলি পছন্দ হচ্ছে না।

ছাত্ররা বাংলায় কথা বলায় আচমকাই কয়েক জন তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। তাদেরকে বাংলাদেশি, রোহিঙ্গা ইত্যাদি বলা হয় বলে জানিয়েছে তারা। ছাত্ররা এর প্রতিবাদ করলে প্রথমে বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই এলাকায় আরো লোক জমে যায়। তাদেরই কেই কেউ ছাত্রদের মারধর করতে শুরু করে বলে পুলিশের কাছে জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন