![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fvote1-20220116165420.jpg)
একসঙ্গে তিন পদে ভাই-বোনের লড়াই
নোয়াখালী পৌরসভার নির্বাচনে ৩নং ওয়ার্ডে তিন পদে তিন ভাইবোন প্রার্থী হয়েছেন।
তাদের মধ্যে, মেয়র পদে বড়ভাই কাজী আনোয়ার হোসেন (জগ), ১, ২ ও ৩নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বোন মোহনা সানজিদা রিয়া (বলপেন) ও ৩নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ছোটভাই কাজী মুনতাসির হোসেন (টেবিল ল্যাম্প) প্রতিদ্বন্দ্বিতা করেন।