গান শোনা যাবে, সেলফি তোলা যাবে টাইটানের স্মার্ট গ্লাসে
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২২, ১১:৫৭
আইকেয়ার সেক্টরের অন্যতম সংস্থা টাইটন এবার বাজারে নিয়ে এল স্মার্ট গ্লাস ৷ টাইটান আই এক্স নামে এই স্মার্ট চশমা লঞ্চ করেছে টাইটন ৷ স্মার্ট গ্লাসকে সানগ্লাস, স্পেক্টেকল বা কম্পিউটার গ্লাস হিসেবে ব্যবহার করা যেতে পারে ৷ এখানেই শেষ নয়, এই গ্লাসের মাধ্যমে গানও শোনা যাবে, এমনকি কথা বলা যাবে ফোনেও ৷ এই স্মার্ট চশমায় অডিও, টাচ কন্ট্রোল, ও ফিটনেস ট্র্যাকারের মতো একাধিক ফিচার্স রয়েছে ৷
ডিভাইসটি স্মার্টফোনের মতো কোয়ালকাম প্রসেসর থেকে অপারেট হয়ে থাকে ৷
একটি অ্যাপের মাধ্যমে এই স্মার্ট গ্লাসকে অ্যানড্রয়েড বা আইওএস দুই ধরনের ফোনের সঙ্গে যুক্ত করা যাবে ৷ স্মার্ট গ্লাস অন্যান্য চশমার থেকে অনেকটাই হালকা