ভারতে সংক্রমণ ছাড়াল ২ লাখ ৬৮ হাজার, মৃত্যু ৪০২

ঢাকা পোষ্ট ভারত প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২২, ১১:৫৭

কঠোর বিধিনিষেধ, নিয়মিত ও বুস্টার ডোজের টিকাদান এবং কোভিড পরীক্ষার ওপর জোর দিয়েও ভারতে ঠেকানো যাচ্ছে না করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৬৮ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।


ফলে দেশটিতে ব্যাপকভাবে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। শনিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।


ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টাতেই দেশটিতে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। শুক্রবার এই সংখ্যাটি ছিল ২ লাখ ৬৪ হাজারের বেশি। অর্থাৎ একদিনেই ভারতে সংক্রমণ বেড়েছে ১ দশমিক ৮৮ শতাংশ। দেশটিতে মোট সংক্রমণের হার ১৬ দশমিক ৬৬ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও