![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2022%2F01%2F15%2Fnext_uk_pm.jpg%3Fitok%3Dmpty0KYQ)
পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক?
কোভিড মহামারির বিধিনিষেধ ভেঙে পার্টির আয়োজনের অভিযোগ ওঠার পর থেকেই তোপের মুখে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর নিজের কনজারভেটিভ পার্টির সদস্যদের একাংশও চাইছেন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে যাঁর নাম উঠে আসছে, তিনি ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। সংবাদমাধ্যম ইন্ডিয়াডটকম ও আনন্দবাজার এ খবর জানিয়েছে।
কনজারভেটিভ পার্টির সদস্য ৪১ বছর বয়সি ঋষি সুনাক একজন মন্ত্রী পদমর্যাদার চ্যান্সেলর। ঋষির মা একজন ফার্মাসিস্ট এবং বাবা চিকিৎসক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন ঋষি। পরে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তিকে বিয়ে করেন। দুই মেয়ে কৃষ্ণা ও আনুশকাকে নিয়ে ঋষি-অক্ষতার সংসার।