You have reached your daily news limit

Please log in to continue


গাজায় ভারি বৃষ্টিতে ডুবল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু, শিশুর মৃত্যু

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখন্ডে ভারি বৃষ্টিতে বন্যায় বাস্তুচ্যুত মানুষের শত শত তাঁবু তলিয়ে গেছে। বৃষ্টির পানি আটকে পড়া আশ্রয়শিবিরে মারা গেছে আট মাসের এক শিশু| স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা একথা জানিয়েছেন।

চিকিৎসাকর্মীদের বরাতে বলা হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনুসে পরিবার-সহ যে তাঁবুতে রাহাফ আবু জাজার নামের ওই শিশুটি থাকছিল, সেখানে রাতে বৃষ্টির পানি ঢুকে পড়ে। পরিবার বলছে, বৃষ্টির পানি ও বাতাসে ঠান্ডায় মারা গেছে শিশুটি।

কান্নায় ভেঙে পড়া মা হেজার আবু জাজার বলেন, ঘুমানোর আগে সন্তানকে খাবার খাইয়েছিলেন। “ঘুম থেকে উঠে দেখি, বৃষ্টি আর বাতাস ওর গায়ে লাগছে। ঠান্ডায় হঠাৎই মারা গেল মেয়েটা। ওর কোনও রোগ ছিল না।” বলেন তিনি।

যুদ্ধের ধকল, বন্যা সামলানোর সামর্থ্য নেই গাজার:

পৌর ও নাগরিক সুরক্ষা কর্মকর্তারা জানান, জ্বালানি সংকট ও সরঞ্জামের ক্ষতির কারণে তারা বন্যা সামলাতে পারেননি। যুদ্ধের সময় ইসরায়েল শত শত যানবাহন ধ্বংস করেছে, যার মধ্যে রয়েছে বুলডোজার ও পানি নিষ্কানের জন্য ব্যবহৃত যন্ত্র।

নাগরিক সুরক্ষা সেবাদানকারীরা জানিয়েছে, পুরো গাজার বেশির ভাগ শিবিরই পানিতে ডুবে গেছে। সাহায্যের জন্য ২,৫০০’রও বেশি ফোনকল 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন