ব্যাটে-বলে মেলার অপেক্ষায় বিন্দু
পুরো নাম আফসানা আরা বিন্দু। শোবিজ অঙ্গণে শুধু বিন্দু নামে সুপরিচিত। দেশের জনপ্রিয় একজন মডেল ও অভিনেত্রী তিনি। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে ২০০৬ থেকে শোবিজে তার পথচলা শুরু। একই বছর ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিষেক করেন চলচ্চিত্রে।
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্পে সিনেমাটি পরিচালনা করেন অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ। সেখানে আনুশকা চরিত্রে প্রখ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূরের মেয়ের ভূমিকায় অভিনয় করেন বিন্দু। পরবর্তীতে ২০১০ সালে ‘জাগো’, ২০১১ সালে ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ এবং ২০১৫ সালে শাকিব খানের বিপরীতে ‘এইতো প্রেম’ সিনেমাগুলোতে তাকে দেখা যায়।
এরপর গুণে গুণে কেটে গেছে সাতটি বছর। কোথাও দেখা নেই দীর্ঘাদেহী অভিনেত্রী বিন্দুর। অবশেষে জন্মদিনে দেখা মিলল তার। শুক্রবার (১৪ জানুয়ারি) ছিল এই নায়িকার জন্মদিন। বিশেষ এ দিনে তিনি হাজির হয়েছিলেন একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে। সেখানে জীবনের নানা দিক নিয়ে কথা বলেন বিন্দু। সঙ্গে দেন ফেরার বার্তা।
- ট্যাগ:
- বিনোদন
- অভিনয়ে ফেরা
- আফসানা আরা বিন্দু