যানজটের সময়কে কাজে লাগাবেন যেভাবে
নিউজ বাংলা ২৪
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২২, ১৬:২০
ট্র্যাফিক জ্যামে পড়ে আমাদের অনেক মূল্যবান সময়ের অপচয় হয়। তবে চাইলে এই সময়টা কাজে লাগাতে পারেন। পিটম্যান ওয়েবসাইটসহ আরও কিছু সাইটের প্রতিবেদনে উঠে এসেছে এই সময়ে কী করা যেতে পারে। চলুন দেখে নেই।
বই পড়তে পারেন
জ্যামের কথা মাথায় রেখে গাড়িতে ওঠার আগে সঙ্গে বই নিয়ে নিন। জ্যামে আটকে থাকার সময়ে পড়তে পারেন সেই বই। সঙ্গে বই থাকলে নেটে সার্চ দিয়ে ফ্রিতে বিভিন্ন বইয়ের পিডিএফ ভার্সন পাবেন। পড়তে পারেন সেটাও। বই পড়ার ফলে আপনার মনের জানালা যেমনি খুলতে থাকবে তেমনি জ্যামের বিরক্তিকর সময়ও কেটে যাবে।
শুনতে পারেন রেডিও
গাড়ির এফএম রেডিও চালিয়ে দিতে পারেন। বিভিন্ন ধরনের প্রোগ্রাম শুনতে শুনতে আপনার সময় এমনিতেই কেটে যাবে।
- ট্যাগ:
- লাইফ
- টিপস
- সময়
- যানজট
- ঘরোয়া টোটকা
- সময়ের নিয়ন্ত্রণ