You have reached your daily news limit

Please log in to continue


নতুন প্রেমে মত্ত জয়া, তিনি ভ্যানগগ

ভিনসেন্ট ভ্যানগগ। এক অসামান্য চিত্রশিল্পীর নাম, যার প্রেমে পৃথিবীর সমস্ত আঁকিয়েরা। বাংলাদেশের গীতিকবি শিবলী ভ্যানগগকে বলেছেন 'চিরদুখী।' লিখেছিলেন, প্যারিসের কনসার্টে যতবার মোৎসার্ট কিংবা বিতোভেন শুনেছি, ততবারই কেন যেন চিরদুখী পাগল ভ্যানগগকে মনে পড়েছে...  সেই ভ্যানগগেই মজেছেন অভিনেত্রী জয়া আহসান। এই মুহূর্তে লন্ডনে রয়েছেন জয়া। ভ্যানগগের আলোয় ও তাঁর সৃষ্টিতে ভরে রইলেন অভিনেত্রী।

সোশ্যাল হ্যান্ডেলে বেশ কিছু ভিডিও ও ছবি পোস্ট করে লিখেছে, “লন্ডনে দিনটা কেমন ভ্যানগগে মুড়ে রইল। আলোর বিচ্ছুরণে চারপাশে ফুটে উঠল তার জীবন, তার শিল্প, তার ব্যথার গল্প, তার তীব্র আবেগমাখা রঙ। বিষণ্ণ আলোয় মনটা ভরে গেল।”  ভ্যানগগ প্রেমে মত্ত জয়ার নতুন বছরে নতুন পরিচয় যুক্ত হয়েছে। বলা যায় ২০২২ শুরু করেছেন জয়া একেবারে কিক-স্টার্ট পদ্ধতিতে! জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হয়েছেন জয়া। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন