কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ক্যালেন্ডারে জ্ঞানবিপ্লব!

যুগান্তর পবিত্র সরকার প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২২, ১০:০৩

ভারতের খড়গপুর আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলোজি) প্রকাশিত একটি ক্যালেন্ডার নিয়ে খুব হইচই হচ্ছে, তাতে নাকি প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাস পুনর্লিখনের এক অসম সাহসিক প্রয়াস দেখা গেছে।


আপনারা হয়তো জানেন, ভারতে আইআইটিগুলো বিশ্ববিদ্যালয়ের চেয়েও দামি, দেশে প্রযুক্তিবিদ্যার শেষ কথা। সেখান থেকে যারা পাশ করে, তাদের অর্ধেক আমেরিকায় চাকরি নিয়ে চলে যায়। অবশ্য তাদের মানববিদ্যার বিভাগ আছে, কিন্তু খানিকটা বড়লোকের গরিব আত্মীয়ের মতো।


এমনই একটি আইআইটি ভারতের ইতিহাস সম্বন্ধে কিছু যুগান্তকারী কথা বলছে, তা-ও আর কোথাও নয়, ক্যালেন্ডারে! আমি মুখ্যুসুখ্যু মানুষ, ইতিহাসে পণ্ডিত তো দূরের কথা, ভালো ছাত্রও কোনোকালে ছিলাম না; তবু ভাবলাম, ব্যাপারটা তো দেখতে হয়! একে আইআইটি, তারা কিনা ঢেলে সাজাচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাস! বইয়ে না, জার্নালে না-ক্যালেন্ডারে, যা বছর গেলে লোকে ফেলে দেবে, না হয় বাচ্চারা বইয়ের মলাট দেবে, অতিমারির পর বই বলে যদি কিছু থাকে। দেখে যে প্রশ্নগুলো মনে এলো, তা এরকম-

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও