কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাইফের ওপরে রাগ হলে খাঁটি বাংলায় ঝগড়া করেন শর্মিলা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২২, ০৯:০৫

বাঙালি মেয়ে বলে কথা। পতৌদিদের নবাব বংশের বউ হোন আর পৃথিবীর যেখানেই যান না কেন বাংলা কি সহজে মুছে যেতে পারে? 


না, পারে না। অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ক্ষেত্রেও মুছে যায় বাংলা। আর তাই তো আজও রেগে গেলে মাতৃভাষাকেই হাতিয়ার করেন তিনি। 


সত্যজিৎ রায়ের ‘দেবী’র অন্দর মহল থেকে এই তথ্য ফাঁস করেছেন তারই মেয়ে, অভিনেত্রী সোহা আলি খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহা জানিয়েছেন, ছেলে সাইফের সঙ্গে ঝগড়া হলেই শর্মিলা নিমেষে বাঙালি মা! রাগ থেকে অভিমানের সব হিসেবনিকেশ মেটান খাঁটি বাংলায়! 


সোহার কথায়, কে বলে বাংলা মিষ্টি ভাষা! আমাদের কাছে কিন্তু খুবই ভয়ের ভাষা। বাংলায় কথা বলছে মানেই মা রেগে আছেন। দাদার সঙ্গে বাংলায় তুমুল ঝগড়া হবে তারপর। আর মিটমাট করাতে আসরে নামতে হবে আমাকে! দু’জনেই যে আমায় ফোন করে সবটা আমায় বলবে! 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও