উপেক্ষিত স্বাস্থ্যবিধি, মাস্ক পরায় অনীহা
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারি থেকে সুরক্ষায় বৃহস্পতিবার থেকে দেশে সরকারঘোষিত ১১ দফা বিধিনিষেধ মানার নির্দেশনা রয়েছে। কিন্তু রাজধানীতে এসব বিধিনিষেধ একেবারেই উপেক্ষিত। রাস্তায় চলাচলকারীদের মধ্যে মাস্ক পরতেও অনীহা দেখা গেছে।
বিধিনিষেধ চলাকালে কী করা যাবে, কী করা যাবে না তা নিয়ে গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, দোকান, শপিং মল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরতে হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ফেসমাস্ক
- বিধিনিষেধ
- কঠোর বিধিনিষেধ