অনলাইন মিটিংয়ে ঢুকে পড়ল অচেনা ব্যক্তি, ভিসিকে অশ্লীল গালিগালাজ!

কালের কণ্ঠ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২, ১৯:৩০

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে আবারও অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। অনলাইন এক বৈঠকে বাইরের কেউ ঢুকে এই কাজ করেছে বলে অভিযোগ। এ নিয়ে আবারও তোলপাড় শান্তিনিকেতনে।


জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে অনলাইন মাধ্যমে বিশ্বভারতীর একটি মিউজিক থেরাপি চলছিল। সেখানেই উপস্থিত ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ছিলেন বিশ্ববিদ্যালয়ের আরও অন্যান্য আধিকারিক এবং কর্মীরা। হঠাৎ সেখানে একটি অন্য অচেনা অ্যাকাউন্ট থেকে কেউ বা কারা ঢুকে পড়ে। ঢুকেই উপাচার্যের উদ্দেশে চালায় অশ্লীল অকথ্য গালিগালাজ। এই বিষয়টি অবশ্য বেশিক্ষণ চলতে পারেনি। ওই অচেনা অ্যাকাউন্টটিকে অনলাইন লিঙ্ক থেকে বের করে দেওয়া হয় এরপর। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে