Night Skin Care Tips: করোনা আবহে ফের বাড়ি থেকে কাজ? কিন্তু তা বলে রাতের রূপচর্চায় ফাঁকি দেবেন না যেন

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২, ১৮:২৭

করোনা আবহে ফের বাড়ি থেকে কাজ করা শুরু হয়েছে। সারা দিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকার ফলে নিজের দিকে তাকানোর সময় পাচ্ছেন না অনেকেই। বিশেষ করে ত্বকের যত্নে ঘাটতি থেকে যাচ্ছে। তবে সারা দিনের ত্বকের ক্লান্তি দূর করতে ভরসা রাখুন রাত্রিকালীন রূপচর্চায়।


ভাবছেন ত্বকের যত্ন নিতে সারা রাত জেগে থাকতে হবে নাকি? একেবারেই নয়। ঘুমাতে যাওয়ার আগে কয়েকটি নিয়ম মেনে চললেই ত্বক থাকবে সুস্থ।সিটিএমরূপচর্চার শুরুর কথা সিটিএম। ভাঙলে দাঁড়ায় ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। ঘুমাতে যাওয়ার আগে ভাল করে ত্বক পরিষ্কার করা জরুরি। ফেসওয়াশ দিয়ে ভাল করে মুখ ধুয়ে টোনার লাগান। মিনিট দশেক অপেক্ষা করার পর নাইটক্রিম লাগিয়ে নিন। নাইটক্রিমে মেশাতে পারেন ভিটামিন-ই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও