কাল থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস
ঢাকা টাইমস
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২, ০৯:১৬
করোনাভাইরাসের ঊর্ধ্বগামী প্রবণতা ঠেকাতে আগামীকাল বৃহস্পতিবার থেকে আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল করবে। সেজন্য ভাড়া বাড়ানো হবে না।
গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তবে নির্দেশনা বাস্তবায়নের আগে দুই মাসের ব্যবধানে আরেক দফা বাস বাড়ানোর জন্য দর কষাকষি শুরু করেছেন মালিকরা। এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠক করবে বাস মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
আজ বুধবার বেলা আড়াইটায় বাস মালিকদের সঙ্গে পরিবহন কর্তৃপক্ষের সভা হবে। সেখানেই সিদ্ধান্ত হবে বাস ভাড়া বাড়ানো হবে কি না কিংবা বাড়ালে কত বাড়ানো হবে। যদিও সরকার এখন বাস ভাড়া বাড়াতে চাচ্ছে না। কিন্তু মালিকপক্ষের চাপের মুখে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে সেটার জন্য অপেক্ষা করতে হবে আজ পর্যন্ত।