গুয়ানতানামো কারাগার: দুই দশকে যা ঘটেছে
গুয়ানতানামো বে কারাগার। ‘নাইন-ইলেভেন’ হামলার পর দুই দশক আগে ২০০২ সালের ১১ জানুয়ারি কিউবায় কারাগারটি চালু করে যুক্তরাষ্ট্র। কথিত ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’র নামে তৎকালীন মার্কিন প্রশাসন বিভিন্ন দেশে যে সামরিক অভিযান শুরু করে, সেখানে গ্রেফতার লোকদের এই কারাগারে নিক্ষেপ করা হতে থাকে। মানবাধিকার পর্যবেক্ষকরা বলে থাকেন, কোনো ধরনের প্রচালিত আইন-বিচারের মুখোমুখি না করেই বিদেশি ‘যুদ্ধবন্দিদের’ এই কুখ্যাত কারাগারে বছরের পর বছর রেখে দেয় মার্কিন সামরিক কর্তৃপক্ষ।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর উড়োজাহাজ ছিনিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইন টাওয়ার ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল-কায়েদার সন্ত্রাসীদের হামলায় প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত এ কারাগারে বন্দি হয়েছেন ৭৮০ জন। এই তালিকায় এক বাংলাদেশির নামও আছে। তবে তিনি এখনো বন্দি, নাকি মুক্তি পেয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। কিছু বন্দির মৃত্যু এবং বিপুল সংখ্যক বন্দিকে অন্যত্র স্থানান্তরের পর এখন এই কারাগারে বন্দি আছেন ৩৯ জন।