You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশ থেকে যাওয়া ১০ হাজার হিন্দু পরিবারকে জমি দিচ্ছেন যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশে ফের রাজনৈতিক চমক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। দীর্ঘদিন ধরে বাংলাদেশ (পূর্ব পাকিস্তান) থেকে যাওয়া রাজ্যে বসবাসকারী প্রায় ১০ হাজার হিন্দু পরিবারকে স্থায়ী জমির মালিকানা দেওয়ার নির্দেশ দিল তাঁর সরকার। শুধু তাই নয়, এই পরিবারগুলোকে ‘অনুপ্রবেশকারী’ বা ‘অবৈধ নাগরিক’ বলে আর চিহ্নিত করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অফিস সূত্রে খবর, সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে জমিসংক্রান্ত যাবতীয় দলিল প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।

এই পদক্ষেপে একদিকে যেমন মানবিক দিক থেকে প্রশংসা পাচ্ছে যোগী সরকার, তেমনই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা। প্রশ্ন উঠছে, যখন বিজেপির অন্য রাজ্য বা কেন্দ্রীয় নেতারা ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ নিয়ে হুঁশিয়ারি দেন, তখন উত্তর প্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রীর এই সম্পূর্ণ বিপরীত অবস্থান কিসের ইঙ্গিত?

তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক ভণ্ডামি’ বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, ‘এ রাজ্যে যাদের বাংলা ভাষাভাষী বলে নিপীড়ন করা হচ্ছে, সেই একই দল অন্য রাজ্যে তাদের জমি দিচ্ছে! এটা দুমুখো রাজনীতি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন