গাজা-সিরিয়ায় ইসরায়েলের হামলায় ‘অবাক’ ট্রাম্প, নেতানিয়াহুর ওপর বাড়ছে সন্দেহ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ১৮:০১

গাজা ও সিরিয়ায় ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। হোয়াইট হাউজ জানিয়েছে, এই হামলাগুলো ট্রাম্পকে ‘আচমকা’ বিস্মিত করেছে ও উভয় ক্ষেত্রেই নেতানিয়াহুর সঙ্গে তাৎক্ষণিক ফোনে কথা বলে পরিস্থিতি ‘ঠিক’ করার চেষ্টা করেন তিনি।


হোয়াইট হাউজের সূত্রগুলো বলছে, এ ঘটনাগুলো দুই নেতার মধ্যে চলমান সম্পর্কের উত্তেজনাপূর্ণ পরিবেশের ইঙ্গিত দেয়। বিশেষ করে যখন নেতানিয়াহুর প্রতি ট্রাম্প প্রশাসনের ‘সংশয়’ বা ‘সন্দেহ’ আরও স্পষ্ট হয়ে উঠছে।


গত বৃহস্পতিবার (১৭ জুলাই) গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি বিমান হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুত নেতানিয়াহুকে ফোন করেন ও এ হামলাকে ‘ভুল’ আখ্যা দিয়ে প্রকাশ্যে বিবৃতি দিতে বলেন। ওই হামলায় অন্তত তিনজন নিহত হয়।


একইভাবে সিরিয়ার রাজধানী দামেস্কে সরকারি ভবনে ইসরায়েলি বিমান হামলা নিয়েও ট্রাম্প ক্ষুব্ধ হন। এই সময়টিতে ট্রাম্প প্রশাসন যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও