You have reached your daily news limit

Please log in to continue


নারীদের দিয়ে ফাঁদে ফেলে র‌্যাব পরিচয়ে টাকা আত্মসাৎ তাদের নেশা

কুমিল্লায় সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের পাঁচজন সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের দাবি, ওই চক্রটি প্রথমে নারীদের দিয়ে পুরুষ মানুষকে ফাঁদে ফেলতো। এরপর র‌্যাব পরিচয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করতো। আহ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, আটককৃতদের কাছ থেকে র‌্যাব লেখা একটি জ্যাকেট জব্দ করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) রাতে কুমিল্লা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদের মধ্যে তিনজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন। আটককৃতরা হলেন- কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৫), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিশাবন্দ গ্রামের সাহেব আলীর ছেলে জুম্মন মিয়া (২৫), চান্দিনা উপজেলার অম্বলপুর গ্রামের মৃত আলী আজগরের মেয়ে জোসনা আক্তার (২৫), কুমিল্লা সদর উপজেলার আড়াইউড়া গ্রামের মুছা মিয়ার মেয়ে হাসি আক্তার (২৪) ও তার ছোট বোন মিন্নি আক্তার (১৮)। মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন এলাকা নারীদের দিয়ে ফাঁদ পেতে কৌশলে সাধারণ মানুষকে জিম্মি করে আসছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন