ভর্তি হতে না পেরে সাভারে সড়কে স্কুল শিক্ষার্থীরা

ঢাকা টাইমস সাভার প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২, ১২:৫২

ঢাকার সাভারে ভর্তি হতে না পেরে দ্বিতীয় দিনের মতো স্কুলের গেটের সামনে অবস্থান নিয়েছেন অভিভাবকসহ শিক্ষার্থীরা। ভর্তির দাবিতে তারা স্কুলটির সামনের থানা রোড অবরোধ করে রেখেছে।


মঙ্গলবার সকাল ১১টার দিকে সাভার অধরচন্দ্র স্কুলের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। পরে ওই সড়কটি অবরোধ করে তারা।


শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক রোকেয়া হক আশ্বাস দিয়েছিলেন লটারি হলেও প্রাথমিক শাখার সব শিক্ষার্থী মাধ্যমিক শাখায় ভর্তির সুযোগ পাবে। কিন্তু আমরা প্রায় ৬১ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছি না। আমাদের বিভিন্ন মহল থেকে আশ্বাস দেওয়া হয়েছিল। গতকাল সোমবার পর্যন্ত আমাদের অপেক্ষায় রাখা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও