অভিনয় কমিয়ে দেবেন নুসরাত, নেপথ্যে কী?
গত বছরের পুরো সময়টা জুড়েই তুমুল আলোচনায় থেকেছেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। দ্বিতীয় স্বামী নিখিলের সঙ্গে বিচ্ছেদ, অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে লিভ ইন, সন্তানসম্ভবা হওয়া থেকে ছেলে ঈশানের জন্ম দেওয়া- নুসরাতের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয়েছে ব্যাপক। তবে সব বিতর্ক দূরে ঠেলে এখন যশ আর ঈশানকে নিয়ে সুখী গৃহকোণ সাজিয়েছেন নায়িকা।
ছেলের জন্মের কয়েক দিনের মধ্যেই কাজে ফেরেন নুসরাত। শিগগিরই মুক্তি পেতে চলেছে তার অভিনীত ‘স্বস্তিক সংকেত’। সায়ন্তন ঘোষাল পরিচালিত এ চবিতে তাকে একজন লেখিকার ভূমিাকয় দেখা যাবে। এছাড়া ‘স্বামী’ যশের সঙ্গে জুটি বেঁধে ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখননি’ নামে একটি ছবিতেও দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেছেন শিলাদিত্য মৌলিক।
পাশাপাশি গত বছর ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ নামে আরেকটি ছবির কাজ শেষ করেছেন নুসরাত। সুতরাং মা হওয়ার পর ছবি নিয়ে বেজায় ব্যস্ত থেকেছেন অভিনেত্রী। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈশানের মা জানিয়েছেন, ‘আমি আর বেশি ছবি করতে চাই না’। নায়িকার মুখে এ কথা শুনে অবাক অনেকেই।
- ট্যাগ:
- বিনোদন
- অভিনয়
- কমিয়ে
- নুসরাত জাহান