কুষ্টিয়ায় বিরল প্রজাতির বন বিড়ালের পাঁচ ছানা উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলহাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকা থেকে থেকে বিলুপ্ত প্রজাতির পাঁচটি বন বিড়ালের ছানা উদ্ধার হয়েছে। সোমবার রাত ৮টার দিকে স্থানীয় তিন ভাই তন্ময়, তানভির ও আনাস পাঁচটি বন বিড়ালের ছানা উদ্ধার করে। পরে বিড়ালগুলো বন বিভাগ ও বিবিসিএফর প্রতিনিধি দলের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, গত ৮ জানুয়ারি রাতে কুমারখালী উপজেলার বাঁশগ্রাম এলাকার শালঘর মধুয়া গ্রামে স্থানীয়রা বিরল প্রজাতির পাঁচটি বন বিড়ালের ছানা দেখতে পেয়ে আটক করে।
পরে ওই এলাকার স্থানীয় তিন যুবক বন বিড়ালের ছানাগুলোকে উদ্ধার করে বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া টিমের সদস্যদের জানান। রাতে বন বিভাগ কুষ্টিয়া ও বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়ার যৌথ উদ্দোগে বন বিড়ালের ছানা গুলোকে উদ্ধার করে নিয়ে আসা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিরল প্রজাতি
- বনবিড়াল