কোভিড বিধি ভঙ্গ, অনুমতিবিহীন ওয়াকিটকি রাখায় ৪ বছরের কারাদণ্ড সু চির
কোভিড বিধি ভঙ্গ করে নির্বাচনি প্রচারনায় অংশগ্রহণ, অনুমতিবিহীন ওয়াকিটকি আমদানি এবং অবৈধভাবে নিজের কাছে রাখাসহ একাধিক মামলায় মিয়ানমারের নেত্রী অং সান সু চির চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
নেপিডোভিত্তিক আদালত সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে, আমদানি–রপ্তানি বিষয়ক আইনে দুই বছর এবং প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইনে আরও দুই বছরের শাস্তি হয়েছে সু চির।
সোমবার আদালতের এই রায় প্রকাশের প্রায় এক মাস আগে আরও এক রায়ে সু চির দুই বছরের সাজা হয়। করোনাভাইরাসের বিধিনিষেধ–সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ভিন্ন একটি ধারায় ওই কারাদণ্ড দেওয়া হয়েছিল। শুরুতে চার বছরের কারাদণ্ড দেওয়া হলেও, সামরিক জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং সেটি কমিয়ে দুই বছর করেন।