ঢামেকে বাড়ছে করোনা ও উপসর্গের রোগী
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। দুই সপ্তাহ ধরে রোগী ভর্তির এ বাড়তি হার দেখা যাচ্ছে। উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
সোমবার (১০ জানুয়ারি) হাসপাতালের করোনা ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে এবং চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
করোনা পজিটিভ হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন চাঁদপুরের ওযুফা বেগম (৫৬)। তার ছেলে হাবিব ঢাকা পোস্টকে বলেন, ‘আমার মা পিজিতে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) ভর্তি হয়েছিলেন অপারেশনের জন্য। গতকাল মায়ের করোনা পজিটিভ জানার পর আজ মাকে এখানে ভর্তি করেছি। গতকাল অপারেশন করার কথা থাকলেও করোনা পজিটিভ হওয়ায় তা করা হয়নি।’