![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252Fb67882e5-d8df-4b46-87d9-93ec04c81f17%252FThimothy_celebrating_tcm25_688371.webp%3Frect%3D0%252C0%252C678%252C381%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
স্ট্যাচু অব লিবার্টির চেয়ে বেশি উচ্চতার ক্যাচ নিলেন তিনি
প্রথম আলো
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২, ১৯:২২
ক্রিকেট খেলায় অনেক উঁচুতে ওঠা ক্যাচ নেন অনেকেই। যদি প্রশ্ন করা হয়, সর্বোচ্চ কত উঁচু থেকে ক্যাচ নেওয়ার রেকর্ড আছে? আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটে এমন কোনো রেকর্ড সংরক্ষণ করা হয় না। কিন্তু গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আছে না!
যত রকম আজব রেকর্ড আছে, সেসব সংরক্ষণ করা এবং রেকর্ড গড়ার আয়োজন করে থাকে গিনেজ কর্তৃপক্ষ। গত শুক্রবার এমনই এক রেকর্ড প্রকাশ করা হয় গিনেজের ওয়েবসাইটে। সবচেয়ে উঁচু ক্যাচ নেওয়ার রেকর্ড এখন শ্রীলঙ্কায় জন্ম নেওয়া টিমোথি শ্যানন জেবাসেলার।
- ট্যাগ:
- খেলা
- বিশ্ব রেকর্ড
- উচ্চতা
- ক্রিকেট বিশ্ব
- ক্যাচ