![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567628241.jpg&path=/uploads/news/2022/Jan/10/1641787365147.jpg&width=600&height=315&top=271)
সুনামগঞ্জে চালু হলো হিজড়াদের জন্য মাদ্রাসা
সুনামগঞ্জের হিজড়া সমাজ তথা তৃতীয় লিঙ্গের মানুষদের প্রথম বারের মতো চালু করা হয়েছে মাদ্রাসা। এখানে সহিহ-শুদ্ধভাবে কোরআন শেখার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান ও আত্মনির্ভরশীল হওয়ার নানাবিধ শিক্ষা পাবেন সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষরা
রোববার (৯ জানুয়ারি) বিকালে শহরের কাজীর পয়েন্ট এলাকায় এই মাদ্রাসার উদ্বোধন করেন পৌরসভার মেয়র নাদের বখত।
তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা নামে এই মাদ্রাসা জেলার চারশর বেশি সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষকে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রদান করা হবে।