আপনি কীভাবে বসেন, হাঁটেন কিংবা কথা বলেন, এমনকি কপালের ভাঁজ, তিল ইত্যাদি আপনার সম্পর্কে অনেক কিছুই প্রকাশ করে। তবে কি জানেন, খাবার খাওয়ার ধরন দেখেও কিন্তু টের পাওয়া যায় আপনার ব্যক্তিত্ব কেমন? নিশ্চয়ই অবাক হচ্ছেন! চলুন তবে জেনে নেওয়া যাক-
>> যারা ধীরে ধীরে খাবার খায়, তাদের সাধারণত অনেক ধৈর্য থাকে। তারা প্রতিটি কামড়ের স্বাদ গ্রহণ করতে ভালোবাসেন। এজন্য খেতে সময় নেন। যা ধৈর্যের বহিঃপ্রকাশ।